নাচোলে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল শেখ রাসেল স্মৃতি সংঘ আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ ডিসেম্বর নাচোল রেলস্টেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, চৌডলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, মতিউর রহমান, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিরাজ।

সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস।

আহবায়ক শহিদুল ইসলাম সজিব, সভাপতি শেখ রাসেল স্মৃতি সংঘ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বকুল ইসলাম ও আব্দুল আলিম।

খেলায় নাচোল ক্রিকেট একাডেমি টাইবেকারে ৪-১ গোলে জয়লাভ করে। খেলায় তৌহিদ নাচোল ক্রিকেট একাডেমি ও তরুন সংঘ ফুটবল একাদশ, নাচোল অংশগ্রহণ করে।
প্রায় পাঁচ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

পোস্টটি শেয়ার করুন