গোমস্তাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক সভা ও দোয়া খায়ের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে স্থানীয় প্রতিনিধির আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর ইসলাম আজম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, কোষাধ্যক্ষ ও যুগান্তর প্রতিনিধি নাহিদ ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেল, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন রনি, সারোয়ার জাহান সুমন ও সাংবাদিক আজিজুল হক। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।
সভায় মরহুমের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন