

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমানকে সংবর্ধনা দিয়েছে প্রবীনরা।
শনিবার রহনপুর প্রবীন হিতৈষী সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মু: জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন; রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আশরাফুল হক, গাজীউদ্দিন, মাওলানা এনামুল হক, লোকমান আলী মাস্টার, মাওলানা আব্দুর রশিদ, আবদুল কাইউম মাস্টার, মুশা মার্চেন্ট, ডাঃ আনসারুল হক ও মকবুল হোসেন ফন্টু মিয়া প্রমূখ।