

জুবায়ের আলম,রাজশাহী: ‘আসুন আমরা সবাই মিলে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগরী গড়ি’ স্লোগানকে সামনে রেখে চারঘাট পৌরসভায় মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার চারঘাট বাজার চত্বরে পরিচ্ছন্নকরণ ও মশা নিধন কর্মসূচিটির উদ্বোধন করেন চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একরামুল বলেন, অনেকেই নিজ বাড়ির পাশে ঝোঁপঝাড়, ড্রেন-নালা কোনো কিছুই পরিষ্কার করে না। নাগরিকদের এই অভ্যাস পরিবর্তন করতে হবে। বাড়ি ও আশ-পাশের সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ড্রেন পরিষ্কার রাখলেই হবে না। আমরা যদি সচেতন না হই, তাহলে পরিচ্ছন্ন নগরী গড়া কঠিন হবে।
মেয়র একরামুল বলেন, মশা দ্রুত সময়ে ব্যাপকভাবে বংশ বিস্তার করায় এটাকে নির্মূল করা সম্ভব না। তবে আমরা এটি নিধন করবো। প্রত্যেকটি ওয়ার্ডেই এ কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভার সকল কর্মকর্তা,কর্মচারী ও উপজেলার অন্যান্য ব্যক্তিরা।