

নিহাল খান,রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ (রাজীব) এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৪টায় রাজীব চত্বরে ডাঃ রাজীব স্মৃতি সংসদ এর আয়োজনে মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পি.পি অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ডা. রাজীব স্মৃতি সংসদের সদস্য সচিব এ. কে ফরহাদ রাসেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক আবুল বাশার রাহাত, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি ও বর্তমান সাধারণ সম্পাদক সাগীর আহমেদ সাঈফ, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রলীগ সভাপতি এহসানুল করিম হিমু সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ডা. রাজীব স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।