ট্রিবিউন ডেস্ক: আগামী জুন মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ১৮তম লোকসভা নির্বাচন ও সরকার গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর হতে পারে প্রধানমন্ত্রীর এই সফর।
নয়াদিল্লির শীর্ষ সরকারি মহল সূত্রে খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিস্তা পানি চুক্তিসহ ভারত বাংলাদেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়ে ভারত সরকারের তরফ থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া শুরু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী দীর্ঘ দুই মাসের বেশি সময় লোকসভা নির্বাচন চলবে ভারতে। নির্বাচন কমিশনের ঘোষিত দিনক্ষণ অনুযায়ী আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ হতে লেগে যেতে পারে আরো বেশ কিছুদিন। কূটনৈতিক মহল সূত্রে খবর ভারতের নির্বাচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের জন্য তার আনুষ্ঠানিক সম্মতি জানাবেন।
জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এলে এটিই হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর।
এদিকে ঢাকাও কথোপকথনের মাধ্যমে জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত তিস্তার পানি বন্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে একটি ফলপ্রসূ সফর আসা করছেন।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.