গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসচ্ছল, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫৮টি বীর নিবাস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এক সভা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য “বীর নিবাস” নামের এই আবাসন প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮ টি বীর নিবাস নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছেে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মঙ্গলবার অনুষ্ঠিত সভায় যাচাই-বাছাইয়ের পর ৫৮জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীরনিবাস তৈরির তালিকা মন্ত্রনালয়ে পাঠানো হবে। নির্মিতব্য প্রতিটি বীর নিবাসের আয়তন হবে ৭৩২ বর্গফুট। একতলা এই বাড়িতে থাকবে দুটি শয়নকক্ষ, একটি বসার ঘর, একটি খাবার কক্ষ, একটি রান্নাঘর, একটি প্রশস্ত বারান্দা ও দুটি শোচাগার।
এছাড়া প্রতিটি বাড়িতে থাকছে একটি উঠান, একটি নলকূপ, গবাদি পশু হাঁস-মুরগি পালনের জন্য পৃথক শেড। প্রতিটি বাড়ির ব্যয় ধরা হয়েছে ১৮ লক্ষ ৩৩ হাজার টাকা।