

ভোলাহাট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে ভোলাহাট উপজেলা দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আশরাফুল হক চুনু।
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবির,উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,যুবলীগ নেতা ডা: মতিন, মোজাম্মেল, জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাত,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান টুইঙ্কল প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
এসময় ভোলাহাট উপজেলা আওয়ামী যুবলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া শেষে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।