নেত্রকোণায় ফার্মাসিস্টের মৃত্যুর ঘটনায় রাজশাহীতে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ও সকল ফার্মাসিস্টদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা শাখা।
বুধবার ৪ অক্টোবর বিকেল ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ; সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম, মীর শহিদুল ইসলাম, মোঃ কায়েস উদ্দিন।
বক্তারা বিজয় দেবনাথের মৃত্যুর কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি এবং ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সহ সকল স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মস্থল দাবি করেন। এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন; সিনিয়র ফার্মাসিস্ট সাইদুল ইসলাম বাবু, আ: সালাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সবদর আলী সহ আরো অনেকে।
প্রসঙ্গত বিগত ৩০ সেপ্টেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথ রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। ঐদিন শনিবার সকালে পুলিশ তার বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে তাকে নিশংসভাবে হত্যা করা হয়েছে।