পাকিস্তানকে দাপটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: পাকিস্তান মেয়েদের বিপক্ষে টি-টুয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতির দল সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে।

তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল টিম টাইগ্রেস। টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নিজের রেকর্ড ভেঙেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

৮২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন খুবই ধীর ব্যাটিং করেন। চতুর্থ ওভারে রানআউট হন ওপেনার শামিমা সুলতানা। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে টাইগ্রেসরা তুলতে পারে মাত্র ২০ রান।

শামিমার বিদায়ের পর মুর্শিদা ও সোবহানা মোস্তারি ২১ রানের জুটি গড়েন। ১৬ রান করে সোবহানার বিদায়ের পর ২৪ রানের আরেকটি জুটি গড়েন জ্যোতি ও মুর্শিদা। পাকিস্তানের বোলিংয়ে বাংলাদেশের উপর তৈরি হওয়া চাপ এ জুটিতে কিছুটা স্বস্তি আনে।

শেষদিকে অধিনায়ক জ্যোতির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯.৩ ওভারে ৮৬ রান করে বাংলাদেশ। ৫ উইকেটের বড় জয় তোলে টিম টাইগ্রেস। সর্বোচ্চ ২৯ রান করেন ডানহাতি ব্যাটার জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মুর্শিদা খাতুনের থেকে।

এরআগে চট্টগ্রামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন বাঁহাতি স্পিনার নাহিদা। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ৮২ রানে অলআউট হয়।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের আগের রেকর্ডটিও ছিল ২৩ বর্ষী নাহিদার দখলে। ২০২২ সালে জানুয়ারিতে কুয়ালালামপুরে কেনিয়ার মেয়েদের বিপক্ষে ৩.৪ ওভার বল করে একটি মেডেনসহ ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

প্রায় দুবছর পর আবারও রেকর্ড নতুন করে গড়লেন নাহিদ। চট্টগ্রামে ৩.৪ ওভার বল করে একটি মেডেনসহ ৮ রানে ৫ উইকেট নিলেন। বাংলাদেশের সেরা নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে টপঅর্ডারের বিসমাহ মারুফের থেকে। ওপেনার মুনিবা আলী ১৬ এবং নাতালিয়া পারভেজ ১৫ রান করেন। অধিনায়ক নিদা দ্বার করেন ১৪ রান।

বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

পোস্টটি শেয়ার করুন