

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় একটি টহল পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা টহল পুলিশের একটি থ্রি-হুইলার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এতে চার পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে।