গোমস্তাপুরে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করলেন জেলা প্রশাসক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষন ও বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

প্রধান অতিথি ছিলেন; জেলা প্রশাসক একেএম গালিভ খান।
বিশেষ অতিথি ছিলেন; জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ ড: পলাশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন; উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন; কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, কৃষিবিদ আঃ রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ। পরে প্রশিক্ষিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন জেলা প্রশাসক।

পোস্টটি শেয়ার করুন