

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে হতদরিদ্র নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২২ জানুযারী (সোমবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় ঘোড়ামারাস্থ লফস কার্যালয়ে হতদরিদ্র ৪০ জন দরিদ্র নারী ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতাল এর মেডিসিন বিশেষজ্ঞ,ডায়াবেটিস স্পেশালিস্ট ও গাইনী চিকিৎসক ডাঃ সাবিনা সুলতানা সুমি এবং লফস এর নির্বাহী সদস্য মোঃ সেকেন্দার হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন; দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহব্বান জানান এবং হতদরিদ্র নারী ও শিশু সদস্যদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যানর মধ্যে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন,প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন,প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ ৪০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিশু সদস্য উপস্থিত ছিলেন।