রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র ‘৫ম বার্ষিক মিলনমেলা’ শনিবার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ‘হামরা সভাই জড়ো হবো ভালবাসার টানে’ এই স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র ৫ম বার্ষিক মিলনমেলা -২০২৪।

আগামীকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর উপকন্ঠে সিলিন্দা এলাকার চৈতীর বাগানে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

বার্ষিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সমিতির সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা হবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ও রাসিকের সাবেক প্রধান প্রকৌশলী মো: আশরাফুল হক স্বাক্ষরিত আমন্ত্রণ পত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।

৫ম বার্ষিক মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ; পহাতের লাহাড়ী হিসেবে কালাইর রুটি পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের খাবার, লটারিসহ নানা আয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর সহ-সভাপতি মো: মোখলেছুর রহমান কচি বলেন; রাজশাহীতে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মহামিলনী হচ্ছে এই বার্ষিক মিলনমেলা। শেকড়ের টানে আনন্দময় স্মরনীয় একটি দিন উপহার দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

সমিতির সূত্রমতে ; ১৬ তারিখ শুক্রবার বিকেল পর্যন্ত রেজিষ্ট্রেশনের শেষ সময়। তবে স্পট রেজিষ্ট্রেশনেরও ব্যবস্থা আছে।

পোস্টটি শেয়ার করুন