

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেলিম রেজা (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হচ্ছে রহনপুর পৌর এলাকার বাগদুয়ার পাড়ার দুরুল হুদার ছেলে।
গোমস্তাপুর থানার এসআই শাহরিয়ার পারভেজ জানান, ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে নিজ শয়নকক্ষে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে যায় সেলিম।
পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়।