রাজশাহী নগরীতে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ডা: অর্ণা জামানের ইফতার বিতরণ অব্যাহত


নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ইফতার বিতরণ করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এসময় উপস্থিত ছিলেন; মহানগর, থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় সোমবারও প্রায় ৫০০ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।