

ট্রিবিউন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ সংস্কৃত বিভাগের মুক্ত বিতর্ক চর্চার সংগঠন “সংস্কৃত তার্কিক সংঘ” এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংস্কৃত বিভাগের ৪০৩০ নাম্বার কক্ষে আয়োজিত হয় ইফতার মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
সংস্কৃত তার্কিক সংঘের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, সম্মানিত মডারেটর ড. কালিদাস ভক্ত, বিভাগীয় ছাত্র উপদেষ্টা তিতাস কুমার শীল, প্রভাষক শুক্লা রানী এবং ক্লাবের সাবেক ও বর্তমান বিতার্কিকদের অংশগ্রহণে ইফতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্বভার দেওয়া হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাকিব মাহমুদ কে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের এস এম মশিউর সানাউল্ল্যা নাঈম কে।