অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চালু রাখতে হাইকোর্টের নির্দেশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে এবং অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত বৃহস্পতিবার রাজউকের অভিযানে সিলগালা হওয়া ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারের ১৩ রেস্টুরেন্ট খুলতে চেয়ে করা আবেদনের শুনানিতে আদালত এ নির্দেশ দেন।

বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান গণমাধ্যমকে বলেন, ‘আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন।’

এর আগে হাইকোর্টের অপর একটি বেঞ্চ বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন। সে সময় ঢালাওভাবে শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজের ভয়াবহ আগুনের ঘটনার ৪৬ জনের প্রাণহানি হওয়ার পর নড়েচড়ে বসে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। অবৈধ, অনুমোদনহীন ও অগ্নিনির্বাপকের অব্যবস্থাপনায় গড়ে ওঠা নগরীর সব রেস্টুরেন্টের বিরুদ্ধে চলে তাদের অভিযান। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজউকের এসব অভিযানে শহরের অনেক রেস্টুরেন্ট জরিমানা গোনার পাশাপাশি সিলগালাও করা হয়।

পোস্টটি শেয়ার করুন