

ট্রিবিউন ডেস্ক: আজ ভয়াল কালরাত, ২৫ মার্চ গণহত্যা দিবস। দিনটির স্মরণে বধ্যভূমি তে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
আজ সন্ধ্যায় রাজশাহী শহর রক্ষা বাঁধের ‘টি-গ্রোয়েন’ লাগোয়া বাবলাবনে বধ্যভূমি স্মৃতিসৌধে সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।