আরও ১১৮ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: চার পর্বে মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রোববার (২৪ মার্চ) শহীদ বুদ্ধিজীবীদের যে তালিকা সরকার ধারাবাহিকভাবে প্রকাশ করছে, তাতে আরও ১১৮ জনের নাম যুক্ত করেছে।

জানা গেছে, উপকমিটির মাধ্যমে তালিকাটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই হয়। এরপর সুপারিশের জন্য জাতীয় কমিটির কাছে পেশ করা হয়। জাতীয় কমিটি চূড়ান্তভাবে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে তালিকা অনুমোদন করার পর গেজেট জারি করা হয়।

জাতীয় কমিটি চার পর্বে মোট ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ১৪টি ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়।

এ তালিকায় শিক্ষক ১৯৮, চিকিৎসক ১১৩, আইনজীবী ৫১, প্রকৌশলী ৪০, সরকারি ও বেসরকারি কর্মচারী ৩৭, সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলার অন্যান্য শাখার সংশ্লিষ্ট ব্যক্তি ৩০, সমাজসেবী ২৯, রাজনীতিক ২০, সাংবাদিক ও সাহিত্যিক ১৮ জন করে, বিজ্ঞানী ৩ এবং দার্শনিক, গবেষক ও একজন চিত্রশিল্পী।

পোস্টটি শেয়ার করুন