গোমস্তাপুরে নিখোঁজে দুইদিন পর ভ্যান চালক কিশোরের লাশ উদ্ধার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারভেজ (১৪) নামে এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে মাদ্রাসামোড়-নরশিয়া রাস্তার পাশে বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের শুক্রবাড়ী গ্রামের দুলালের ছেলে। রোববার থেকে ভ্যানসহ সে নিখোঁজ ছিল। তার দুটি চোখ তুলে নিয়েছে দূর্বৃত্তরা।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক আব্দুল আলিম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই স্থান থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

তার পরিবার জানায়,রোববার সন্ধায় ভ্যানসহ সে নিখোঁজ হলে তারা সোমবার (১ এপ্রিল) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পোস্টটি শেয়ার করুন