রহনপুর পৌরসভার নিজস্ব চারতলা বিশিষ্ট সুপার মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৪ তলা সুপার মার্কেট নির্মাণ কাজের ( ৬ তলা ফাউন্ডেশন) শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৬ এপ্রিল বিকেল ৫ টায় রহনপুর পুরাতন ফায়ার সার্ভিস এর জায়গায় রহনপুর পৌরসভার নিজস্ব জমিতে এই সুপার মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু: জিয়াউর রহমান।

উদ্বোধন উপলক্ষে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার আলী মন্ডল সহ পৌর কাউন্সিলর বৃন্দ।

ভবন নির্মাণ কাজের প্রাক্কলিত অর্থের পরিমাণ ৭,৪৫,৯৮,১৭০.৩০ টাকা। প্রকল্পের নাম 1ugip। এই মার্কেট নির্মাণ হলে অত্র এলাকার জনসাধারণের চরম উপকার হবে বলে ধারনা করা হচ্ছে।

পরে রহনপুর পৌর মেয়র এর আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন