

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল-ভোলাহাটসহ জেলার দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান।
আজ বৃহস্পতিবার মুঃ জিয়াউর রহমান তাঁর বাণীতে বলেন, ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।
তিনি তাঁর বাণীতে বলেন, ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি বাণীতে আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার, তাই ঈদ আনন্দ সবাইকে সমানভাবে ভাগাভাগী করে নিতে হবে। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে। ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমার আশা ও প্রত্যাশা।
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
শুভেচ্ছান্তে;
মু: জিয়াউর রহমান
সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-২।
ও সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।