বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদান দিলেন একুশে পদক প্রাপ্ত দই বিক্রেতা জিয়াউল হক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধি: জেলার বিভিন্ন ১৬টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা আর্থিক অনুদান দিলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা গ্রামের একুশে পদক পাওয়া দই বিক্রেতা জিয়াউল হক।

সোমবার তার বাড়িতে গড়ে তোলা সাধারণ পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এ নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন; এলাকার বিশিষ্ট শিল্পপতি গোলাম মোহাম্মদ ফিটু, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, রহনপুর পূর্ণভবা মুক্ত স্কাউটস গ্রুপের পরিচালক ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা।

এছাড়া, তিনি চলতি রমজান মাসে এলাকার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৫ হাজার কেজি চাল বিতরণ করেছেন।

পোস্টটি শেয়ার করুন