ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন চার প্রার্থী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চার জন পদপ্রার্থী।

সোমবার (২১ এপ্রিল) জেলা নির্বাচনী রিটানিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এঁর কাছে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। রিটার্নিং অফিস থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আল আমিন, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইয়াজদানী জর্জ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন।

এখন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, বিএনপি নেতা আহবায়ক মোঃ বাবর আলী বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন; ভোলাহাট সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলী, উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারি কায়সার আহমেদ।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন; উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদি বিশ্বাস, বিএনপি নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা।

পোস্টটি শেয়ার করুন