শহীদ কামারুজ্জামানের সমাধিতে পিএসসি’র নবনিযুক্ত সদস্য ড. প্রদীপ কুমার পান্ডের শ্রদ্ধা নিবেদন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নবনিযুক্ত সদস্য ড. প্রদীপ কুমার পান্ডে।

আজ বৃহস্পতিবার(২৫ এপ্রিল) দুপুর ২ টায় রাজশাহী নগরীর কাদিরগঞ্জস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক ড. প্রণব কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সউদ, রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মুস্তাক আহমেদ, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দুলাল চন্দ্র রায়, অধ্যাপক ড. মশিহুর রহমান, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বকুল, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক সাতিল সিরাজ, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার প্রমুখ।

প্রসঙ্গত; ড. প্রদীপ কুমার পান্ডে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং জনসংযোগ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন