ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করবে রাবি ছাত্রলীগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

রাবি প্রতিনিধি: সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ ও সর্বমোট এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করবে ছাত্রলীগ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০০ বৃক্ষরোপণ করে এই কর্মসূচি শুরু করা হয়।

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন; চলমান তাপপ্রবাহ মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ব্যহত করছে। এরকম পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছরই লক্ষাধিক গাছ রোপণ করে আসছে। তারই ধারাবাহিকতায় তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য(SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে প্রথমদিনে ১০০ বৃক্ষরোপণ করেছি এবং জুন মাস থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।

তিনি আরও বলেন; রোপণ করা গাছের সঠিক পরিচর্যা করতে সকল হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আম, তেঁতুল,কৃষ্ণচূড়া, কাঁঠাল, পেয়ারা, মেহগনি ও নিমসহ বেশকিছু ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের হাতেও কিছু চারা তুলে দেওয়া হয়।

এছাড়া পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

বৃক্ষরোপণের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন