গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর দিয়াড়াপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা বাহার আলির (৭৩) শনিবার বিকেলে দাফন সম্পন্ন হয়েছে। এরআগে শনিবার ভোর ৫ টায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহি.. রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

তার জানাজার নামাজ শনিবার বিকেলে আলিনগর ইউনিয়নের একটি আম বাগানে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু: জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোস্তফা কামাল, মোজাম্মেল হক মাষ্টার মাহাতাবুল আলম নুরী, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ও আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ এবং তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা পূর্বে গোমস্তাপুর থানার এস আই বাহারুল ইসলামের নেতৃত্বে চৌকস পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে আলিনগর দিয়াড়াপাড়া গোরস্থানে দাফন করা হয়।

পোস্টটি শেয়ার করুন