গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী বহিষ্কৃত বিএনপি নেতা আশরাফ হোসেন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা আশরাফ হোসেন (আলিম)।

তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০ হাজার ৬২০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পুনঃ নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান নুহু (টিউবওয়েল)। তিনি ভোট পেয়েছেন ২৬ হাজার ৫৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকসেদুর রহমান (টিয়াপাখি) পেয়েছেন ১৯ হাজার ৯১২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নতুন মুখ মনিরা (সেলাই মেশিন)। তিনি পেয়েছেন ২০ হাজার ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতানা খাতুন (হাঁস) পেয়েছেন ১৭ হাজার ৩১ ভোট।

পোস্টটি শেয়ার করুন