গোমস্তাপুরে পুকুরে ডুবে আপন দুই চাচাতো ভাই বোনের মৃত্যু

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে ফাহিম (৪) ও ফারহানা(৫) নামে আপন চাচাতো দুই ভাই এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া এ ঘটনা ঘটে। ফাহিম ওই এলাকার দাউদের ছেলে ও ফারহানা একই এলাকার মফিজুলের মেয়ে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান, শিশু দুটি একে অপরের চাচাতো ভাই-বোন। শুক্রবার দুপুরে খেলার ছলে তারা বাড়ির পাশে পুকুরে ডুবে যায়।

পরে স্থানীয়রা ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।

পোস্টটি শেয়ার করুন