টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন দেশের বিচারপতির শ্রদ্ধা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি।

শুক্রবার (৭ জুন) সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পৃথকভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীরসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এক প্রতিক্রীয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্ধুপ্রতিম দেশ ভূটান ও নেপাল আমাদের অনেক সহযোগিতা করেছে। আমারা বন্ধুত্বপূর্ণ এ দেশ দু’টিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

পোস্টটি শেয়ার করুন