

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচী হিসেবে রাজশাহী জেলার পবার হরিয়ান ইউনিয়নে কর্মীসভা, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় রাজশাহী সুগার মিল অডিটোরিয়ামে এই কর্মীসভা, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন; বাংলাদেণ আওয়ামী যুবলীগর সহ-সম্পাদক মির্জা মোঃ নাসিউল আলম শুভ্র, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি মোজাহিদ হেসেন মানিক, যুগ্ন-সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফয়সাল আহমেদ রুনু, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন; জেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, কাজী মোজাম্মেল হক, ওয়াসিম রেজা লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, সেজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিঠু, ইঞ্জি: রফিকুজ্জামান, যুবলীগ নেতা, মাসুম আল রশিদ, মুক্তার হোসেন, শিহাব চৌধুরী, মজিবুল হক মুন্টু সহ প্রমুখ।
হরিয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি সায়েম হাসান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক।