রাজশাহীর আলোচিত জনি হত্যার ঘাতকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শাফিকুল ইসলাম জনি হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

রোববার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট কাপড় পট্টির সামনে বস্ত্র ব্যবসায়ী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
এসময় হত্যাকারী মওলা এ্যালিগ্রো রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক তৌফিকুর রহমান বাবু ওরফে মওলা বাবুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

নিহত শফিকুল ইসলাম জনি রাজপাড়া থানাধীন চন্ডিপুর এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কাজিহাটা এলাকায় চোর সন্দেহে শফিকুল ইসলাম জনিকে পিটিয়ে হত্যা করা করা হয়। এঘটনায় রোববার (৮ জানুয়ারি) রাতে জনির বড় ভাই রিয়াজুল সাইদ বিপ্লব বাদি হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। অতি দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পোস্টটি শেয়ার করুন