ফিলাডেলফিয়ার স্হায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রবাসী বাংলাদেশীদের শ্রদ্ধা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: অমর একুশে, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহত্তর ফিলাডেলফিয়ার ক্লিফটন হাইট এলাকায়, স্বনামধন্য আলোকচিত্র শিল্পী আবুল ফজলের স্থাপিত ফিলাডেলফিয়াতে বাংলাদেশীদের প্রথম স্হায়ী শহীদ মিনারে গত ১৫ বছর ধরে বাংলাদেশীরা পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আসছেন।

তারই ধারাবাহিকতায় এবছরও ২০শে ফেব্রুয়ারি, মঙ্গলবার শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে সকলের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত ছিলো। যাতে বৃহওর ফিলাডেলফিয়ার প্রায় সবগুলো সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

সংগঠনগুলোর মধ্য ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া, হবিগন্জ ড্রিস্ট্রিক্ট সোসাইটি অব পিএ, বলাকা, বেসাপ, লক্ষিপুর সোসাইটি অব পিএ, ট্রাই কাউন্টি আওয়ামী লীগ, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ সহ আরো অনেক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন