চীন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া আগামী মাসে

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া এবং দৈনিক পিপল্স ডেইলি জানিয়েছে, মে মাসের প্রথমদিকে ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিসর এবং ব্যবহারিক আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে আগামী মে মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

দুই দেশের সামরিক বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ি, যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্যে আগামী মাসের প্রথম দিকে চীনের পিললস লিবারেশন আর্মি (পিএলএ)-র একটি দল বাংলাদেশে পাঠানো হবে বলে বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান জানিয়েছেন।

ওই মুখপাত্র জানান, কোড নেইম ‘চীন-বাংলাদেশ গোল্ডেন ফ্রেন্ডসিপ-২০২৪’, এই মহড়ায় জাতিসংঘ শান্তিবাহিনীর সন্ত্রাসবাদ মোকাবিলা ও বাস ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাসি আস্তানা ধ্বংসসহ বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেবে দুই সামরিক বাহিনী।

আনন্দবাজার বলছে, চীন-বাংলাদেশ প্রথম যৌথ সামরিক মহড়া নিয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার উপরেই আমরা নজর রাখি। বিশেষ করে সেই ধরনের ঘটনা, যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।’’

পোস্টটি শেয়ার করুন