বিবাহিত ও ব্যবসায়ীদের হাতে মেয়াদোত্তীর্ণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর ছাত্রলীগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: নিস্ক্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদকের চারজনের প্রত্যেকেই বিবাহিত, চাকুরীজীবি ও ব্যবসায়ী। কমিটির মেয়াদও শেষ হয়েছে আড়াই বছর আগে। এনিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ছেলের বয়স ৭ বছর।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহানও বিবাহিত এবং ব্যবসায়ী। নতুন একটি বিরিয়ানির দোকানও সম্প্রতি চালু করে করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার বিবাহিত এবং ওয়ালটনে চাকরিরত।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছও বিবাহিত এবং পৌরসভার অ্যাসিস্টেন্ট ল অফিসার হিসেবে চাকরিরত।

ফলে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমও নিস্ক্রিয়। জেলা কমিটির সাথে ই দিবস ভিত্তিক কর্মসূচিতে মাঝে মধ্যে তারা উপস্থিত থাকে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান জমাদ্দার বলেন; আমরা সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পর কমিটি গঠনসহ সার্বিক বিষয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করেছি। পূর্ণাঙ্গ কমিটি ও মেয়াদোত্তীর্ন কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে খুব দ্রুতই করা হবে।

তিনি অভিযোগ করেন জেলা ছাত্রলীগকে ইতোপূর্বে কমিটি গঠনের বিষয়ে বলার পরেও আমরা কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি।

আরেকজন দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক জাহিদ বলেন; এসব মেয়াদোত্তীর্ণ কমিটি ঈদের পরে হবে আর ঈদের আগেই জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হবে।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দকে কল দেওয়া হলে রিসিভ করেন নি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক বলেন; আমরা কেন্দ্রের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন