চাঁপাইনবাবগঞ্জে জয় সেট সেন্টারের ভিত্তি স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জয় সেট সেন্টারের ভিত্তি স্থাপন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার দুপুরে জেলার সদর উপজেলায় ভিত্তি স্থাপন করেন তিনি। এরপর নাচোল ও শিবগঞ্জ উপজেলায় ভিত্তি স্থাপন করা হবে।

ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, জয় সেট সেন্টারের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের পরিষেবা জনগণের কাছে আরও দ্রুত স্মার্টভাবে পৌঁছে যাবে। সেই সঙ্গে এটি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। ফলে প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন