নাচোলের চার ইউনিয়নেই নৌকার পরাজয়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

বিশেষ প্রতিনিধি: দেশের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার চারটি ইউনিয়নেই নৌকার ভরাডুবি ঘটেছে। তিনটিতেই বিএনপি ও একটিতে জামায়াত সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।

রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে; নাচোল সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মোঃ সফিকুল ইসলাম আনারস প্রতীকে ৯১৯১ ভোট পেয়ে জয়ী হয়৷ দ্বিতীয় অবস্থানে থাকা মেসবাহুল হক গনি চশমা প্রতীকে পায় ৭৮৬৩ ভোট আর নজরুল ইসলাম কাবুল নৌকা প্রতীকে ৫০৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকে।

কসবা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) জাকারিয়া আল মেহরাব চশমা প্রতীকে ১১০৯০ ভোট পেয়ে জয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আজিজুর রহমান পায় ৯৪৭৭ ভোট।

ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) সাদির আহমেদ ৭২৬৯ ভোট পেয়ে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ঘোড়া প্রতীকে ৬৮২৩ ভোট পায়। তৃতীয় হয় ইসমাইল হক অপুর নৌকা প্রতীক।সে ভোট পায় ৬৪৫১ ভোট।

নেজামপুর ইউনিয়নে স্বতন্ত্র (জামাত) আমিনুল হক মোটরসাইকেল প্রতীকে ৬৩০২ ভোট পেয়ে জয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আব্দুল আওয়াল ভোট পায় ৬১১৫ এবং নৌকা প্রতীক পায় ৬০৩৪ ভোট।

পোস্টটি শেয়ার করুন